ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় জমি বচসায় গুলি হত ২

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩

কলকাতা: কলকাতার শর্ট স্ট্রিটে একটি স্কুলে সোমবার ভোরে জমি দখল নিয়ে গুলি চললো। নিহত হলেন দুজন।

ঘটনা পুলিশ কমিশনারের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে।

তবে অভিযোগ করা হয়েছে- স্কুলের প্রধান শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার। প্রধান শিক্ষিকার বক্তব্য- তাকে বাঁচাতেই তিনি ও তার দেহরক্ষী দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।

মহিলার অভিযোগ, পাল্টা গুলি চালায় দুষ্কৃতীরাও। পুলিশ ওই মহিলা ও তার দেহরক্ষীকে গ্রেফতার করেছে। স্কুল সংলগ্ন জমি নিয়েই বিবাদের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে।

প্রধান শিক্ষিকার অভিযোগ, জমি নিয়ে গণ্ডগোলের জেরে তাকে দীর্ঘদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি শেক্সপিয়র সরণি থানায় জানান। পুলিশ কমিশনারকেও বিষয়টি তিনি জানিয়েছিলেন, বলে মহিলার বক্তব্য।

কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। মহিলার অভিযোগ, সোমবার ভোরে ছাদ টপকে স্কুলের ভিতরে চলে আসে প্রায় ৫০-৬০ জন দুষ্কৃতী।

পুলিশ অবশ্য বলছে অন্য কথা। পুলিশের বক্তব্য, জমি নিয়ে বিবাদ আদালতে গড়ালে তা মিটেও যায়। সোমবার ভোরে ৫০-৬০ জন নয়, আদালতের নির্দেশ দেখিয়ে এক আইনজীবী সহ  সাত আটজন আসে জমির দখল নিতে।

এমনকি বিতর্কিত জমিতে নিরাপত্তারক্ষী বসানোর জন্য তিনজন মহিলাকেও আনা হয়। তবে বচসা বেঁধে যায়। বচসা চরম আকার নিলে প্রধান শিক্ষিকার দেহরক্ষী গুলি চালায়। ঠিক কতজন এসেছিলো, তা জানতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনজন মহিলা নিরাপত্তা সদস্যকেও।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এসএস/আরআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।