ঢাকা: প্রস্তাবিত জেনেভা শান্তি আলোচনায় অবশেষে যোগ দিতে যাচ্ছে সিরিয়ার প্রধান বিরোধী জোট। তবে তারা যোগদানের জন্য শর্ত জুড়ে দিয়েছে।
সোমবার সকালে এক ভোটাভুটির পর সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) বলেছেন, অন্তর্বর্তী সময়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকা থাকবে না।
অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য ত্রাণদাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এসএনসি।
নারী ও শিশুসহ সব আটকদের ছেড়ে দিতে সরকারের প্রতিও আহ্বান জানায় বিদ্রোহী জোট।
তবে সিরিয়ার সরকার জেনেভায় আলোচনার জন্য শর্ত বেঁধে দেওয়ার বিষয়টি প্রত্যাখান করেছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আয়োজনে নভেম্বরের শেষে ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে গত সপ্তাহে জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক দূত লাখদার ব্রাহিমি জানান, সম্মেলন বিলম্বিত হবে। তিনি বলেন, বছরের শেষদিকে আলোচনাটি করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন।
বিদ্রোহী জোট ইস্তাম্বুলে দুদিন আলোচনার পর আলোচনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটের প্রধানের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবির বিষয়টি পুনরায় করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় এবং ভবিষ্যত সিরিয়ায় আসাদের কোনো ভূমিকা থাকবে না।
ত্রাণ পাওয়ার নিশ্চিতা প্রদানসহ জুড়ে দেওয়া শর্তগুলো আলোচনার আগে পূরণ হলে আলোচনা যোগ দেবে বলে সময়সীমা বেঁধে দিয়েছে এসএনসি।
এসএনসির প্রধান আহমেদ জারবা আলোচনা যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও তার বিরোধিতা করেছে অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো।
সিরিয়ার আড়াই বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে ‘জেনেভা-২’ আলোচনা করার চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।
সিরিয়ার সরকার আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও বিদ্রোহী যোগ না দেওয়ার ঘোষণা দেয়। সবশেষ শর্তজুড়ে দিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে বিদ্রোহীদের শর্তকে প্রত্যাখান করেছে সিরিয়ার সরকার।
সিরিয়ার সরকার বলেছে, তারা আলোচনা যোগ দেবে কিন্তু ‘সন্ত্রাসী’র সঙ্গে বসবে না। সিরিয়ার বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে দেশটির সরকার।
বিদ্রোহীদের শর্ত প্রত্যাখান করে সরকার বলেছে, বাশারের পদত্যাগের মাধ্যমে কোনো রাজনৈতিক সমাধান আসবে না।
জাতিসংঘের হিসাব মতে, ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে শুরু হওয়া অভ্যুত্থানের পর এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এসএফআই/আরআইএস