ঢাকা: হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান জালালউদ্দীন হাক্কানির ছেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিত নিহত হয়েছেন। গোষ্ঠীটি বলেছে, রোববার রাতে মসজিদ থেকে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল আরোহী অজ্ঞাতরা জালালউদ্দীন হাক্কানির বড় ছেলে নাসিরউদ্দীন হাক্কানিকে গুলি করে ।
হাক্কানি নেটওয়াকের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
হাক্কানি নেটওয়ার্ককে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্য ও ভারতীয় দূতাবাসে হামলার জন্য দায়ী করা হয়। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে এ নেটওয়ার্কটির তৎপরতা রয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানে এক সময় হাক্কানি নেটওয়ার্কের সাবেক এক যোদ্ধা বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে ড. নাসের শহীদ হয়েছেন। ’
হাক্কানি নেতা নাসিরউদ্দীনের মরদেহ মিরানশাহে দাফনের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জালালউদ্দীনের আরও তিন ছেলে বিভিন্নভাবে নিহত হয়েছেন। হাক্কানি নেটওয়ার্কের আলোচনা সংশ্লিষ্ট বিষয় দেখভাল করতেন নাসিরউদ্দীন। ৯/১১ হামলার পর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে জন্ম নেওয়া নাসিরউদ্দীনকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ। তার সম্পত্তি, ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
নিষেধাজ্ঞা তালিকা মতে, তালেবানের জন্য তহবিল গঠন করতে নাসিরউদ্দীন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে সফর করেছিলেন।
জালালউদ্দীন হাক্কানির প্রতিষ্ঠিত এ নেটওয়ার্ককে আফগানিস্তানে তালেবানের সবচেয়ে ভয়ঙ্কর শাখা হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের সুসম্পর্ক বিদ্যমান বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এসএফআই/এসআরএস