ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নিষিদ্ধ মালালার স্মৃতিকথা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
পাকিস্তানে নিষিদ্ধ মালালার স্মৃতিকথা!

ঢাকা: পাকিস্তানের বেসরকারি স্কুলগুলোতে মালালা ইউসুফজাইয়ের স্মৃতিকথামূলক বই নিষিদ্ধ করা হয়েছে। মালালা পশ্চিমাদের প্রতিনিধিত্ব করেন-এমন অভিযোগ এনে ‘আই অ্যাম মালালা’ বইটি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির বেসরকারি স্কুল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।



অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আদিব জাভেদানি বলেছেন, তাদের সংগঠনভুক্ত সব স্কুলে বইটি নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ১৬ বছর বয়সী মালালা পশ্চিমকেকে প্রতিনিধিত্ব করে, পাকিস্তানকে নয়।

ব্রিটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বের সঙ্গে যৌথভাবে ‘আই অ্যাম মালালা’ বইটি লিখেছেন মালালা। বইয়ে তার অসাধারণ গল্প আর নারী শিক্ষা আন্দোলনকর্মী হিসেবে তার চলমান ভূমিকার কথাও রয়েছে।

তালবানবিরোধী মালালাকে ২০১২ সালের অক্টোবরে হত্যার চেষ্টা করা হয়। পাকিস্তানের সোয়াত উপত্যাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসে উঠে তালেবানা এক জঙ্গি তার মাথায় গুলি করে।

পাকিস্তানের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সুস্থ হওয়ার পর সেখানেই রয়েছেন তিনি।

নারীদের শিক্ষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এ বছরের শান্তি নোবেলের জন্য মনোনীতও হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।