ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরায় বনকর্মী-গ্রামবাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের অমরপুর মহকুমার চেলাগাং এলাকায় কাঠ চোর চক্রের সঙ্গে বনকর্মীদের গুলিতে ১ ব্যক্তি আহত হয়েছেন। ঘটন‍াকে কেন্দ্র করে বনকর্মীদের সঙ্গে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেনে আরও ৭ জন।

সোমবার সকালে এ ঘটনা ঘটে।

বনবিভাগ সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার বনকর্মীরা চেলাগাং এলাকাতে যান। এ সময় বনের ভেতর গাছ কাটার শব্দ শুনে তারা ভেতরে ঢোকেন। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে কাঠ চোর চক্র পলিয়ে যায়।

এ সময় তাদের পিছু ধাওয়া করেন বনকর্মীরা। এক পর্যায়ে তারা গুলি করলে জিগেন্দ্র রিয়াং (৩০) নামের এক যুবক আহত হয়। পরে বনকর্মীরাই তাকে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনা জানাজানি হলে চেলাগাং এলাকার বাসিন্দারা বনকর্মীদের ওপর আক্রমণ করেন। ওই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে আহত জিগেন্দ্র রিয়াংকে বন দপ্তরের তরফ থেকে ১৫ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বন দপ্তরের আধিকারিক এস প্রভু বাংলানিউজকে বলেন, বনবিভাগ আহত যুবকের চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে। মহকুমার পুলিশ আধিকারিক অশোক সিনহা জানান, পুলিশ ঘটনা তদন্ত করছেন।

প্রসঙ্গত, ত্রিপুরার বন ধ্বংসের ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রতিদিন বনাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপকহারে বনের গাছপালা নিধন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
টিএম/জেডকে/এসএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।