ঢাকা: বিচারকদের কি ‘মাই লর্ড’ বলে সম্বোধন করা কি উচিত? অবশ্যই নয়।
বিচারকদের ‘মাই লর্ড’ বলে সম্বোধন করাকে ‘অবৈধ’ করতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন এক ব্যক্তি।
শিব সাগর তিওয়ারি নামের ওই ব্যক্তি এ বিষয়ে মামলা করার চেষ্টাও করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট তার সে বিচার গ্রহণ করেনি।
তবে তাকে আদালত থেকে বলা হয়েছে, তিনি সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে চেষ্টা করে দেখতে পারেন।
তিনি সুপ্রিম কোর্টকে বলেছেন, এটি (মাই লর্ড) উপনিবেশ সময়কার এবং দেশের মর্যাদা ক্ষুন্নকারী।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এসএফআই/জেসিকে