ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে জাতীয় দুর্যোগ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
ফিলিপাইনে জাতীয় দুর্যোগ ঘোষণা

ঢাকা: গত শুক্রবার সুপার টাইফুন হাইয়ানের আঘাতে লন্ডভন্ড ফিলিপাইনে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।   পাঁচ নম্বর ক্যাটাগরির টাইফুনটির আঘাতে ফিলিপাইনে দশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।



সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকিওনো দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে যত দ্রুত সম্ভব সাহায্য পৌঁছানো হবে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি আরও বলেন,  আমি আপনাদের অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রার্থনা করুন এবং একে অপরকে সাহায্য করুন। তাহলে আমরা এ দুর্যোগ থেকে মুক্তি পাব।

এদিকে প্রেসিডেন্টের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, ইইউ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে সাহায্য পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

এক বার্তায় পেন্টাগন জানায়, সাহায্য হিসেবে তারা ইতোমধ্যে ২কোটি ডলার ও সেনা সদস্য পাঠিয়েছে। এছাড়া এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ইউএসএস জর্জ ওয়াশিংটন ও অন্যান্য আমেরিকান জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিলিপাইনের দিকে যেতে বলা হয়েছে। ক্যারিয়ারটিতে পাঁচহাজার নাবিক ও ৮০টির বেশি এয়ারক্র্যাফ্ট রয়েছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানায়, টাইফুনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে আঘাত হানা তাকলোবান এলাকায়। এতে শুধুমাত্র ওই এলাকায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে জাতিসংঘ থেকে জানানো হয়।

ইউএস মেরিন বিগ্রেডিয়ার জেনারেল পল কেনেডি বলেন, টাইফুনের আঘাতে তাকলোবানের এমন কোনো ঘর নেই যা ক্ষতিগ্রস্থ হয়নি। এর আঘাতে কমপক্ষে ৪১টি প্রদেশের ৯৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ফিলিপাইনে ১০ হাজার মানুষের প্রাণহানি হয়। টাইফুনটি ফিলিপাইনের পর ভিয়েতনামে এবং চীনেও আঘাত হানে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।