ঢাকা: সাউথ আফ্রিকায় একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৯ জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে ১১ জন।
দেশটির সরকারের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দিনের শেষে রাজধানী প্রিটোরিয়া থেকে ১০০ কিলোমিটার পূর্বে কবাগাফনটেইন শহরের কাছে একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এমপুমালাঙ্গা প্রদেশের নিরাপত্তা বিভাগের মুখপাত্র জোসেফ মাবুজা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের খবর নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ২৬ জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও ৩ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
মাবুজা জানান, বাসটি রাজধানী প্রিটোরিয়া ছেড়ে কবাগাফনটেইন শহরে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের লেন ভেঙে বাসটির লেনে চলে আসলে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস বা ট্রাক চালক হতাহত হয়েছে কিনা এই বিষয়টি স্পষ্ট নয়।
তবে প্রাদেশি সরকারের মুখপাত্র জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
এইচএ/বিএসকে