ঢাকা: সোমালিয়ার উত্তর পূর্বাঞ্চলের পুন্টল্যান্ড রাজ্যে মৌসুমি ঝড়ে অন্তত ১০০ জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে আরও কয়েকশ’ মানুষ।
সোমবার রাতে দেশটির সরকারি কর্মকর্তাদের দেওয়া বিবৃতির উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে দেশটির আধা-স্বায়ত্ত্বশাসিত অঞ্চল পুটল্যান্ডে এই ঝড় আঘাত হানে।
সরকারি কার্যালয় সূত্র জানিয়েছে, ঝড়ের আঘাতে ভূমি ধসের পর কয়েকশ’ মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
পুটল্যান্ড প্রদেশের প্রশাসনিক প্রধান আবদিরাহমান মোহামুদ ফারুলে রাজধানী গারুবিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঝড়ের আঘাতে অনেক বাড়ি ঘর ও গবাদি পশু সমুদ্রে ভেসে গেছে। মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
জাতিসংঘের সহযোগিতা সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারি কার্যালয় সূত্র জানিয়েছে, প্রাথমিক তথ্য মতে ১০ হাজার গবাদি পশু, মাছ ধরার নৌকা সাগরে ভেসে গেছে। বাড়ি-ঘরের ছাউনি কয়েক কিলোমিটার দূরে উপড়ে গেছে। মনে হচ্ছে, মহাপ্রলয় বয়ে গেছে এই অঞ্চলে।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রায় তিন দিক থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগর বেষ্টিত পুটল্যান্ড প্রদেশের এইল, বেইলা, দাঙ্গোরায়ো এবং হাফুন জেলা ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ো হওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলের সড়ক যোগাযোগসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঝড়ের তাণ্ডবের শিকার হুসেইন আবদুল্লাহি সংবাদ মাধ্যমকে কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার পরিবারের ১০ সদস্যকে নিজ হাতে কবর দিয়েছি। এটা পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম ঝড়। সৃষ্টিকর্তা আমার সব কেড়ে নিলেন।
দেশটির কেন্দ্রীয় সরকারও পুটল্যান্ডের আঞ্চলিক প্রশাসনকে সবরকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
এইচএ/বিএসকে