দিল্লি: চার ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় ক্ষয়ক্ষতির কোন খবর নেই। তবে গভীর রাতে মাটি কেঁপে ওঠায় আতঙ্কে রাস্তায় নেমে আসেন রাজধানীর বহু মানুষ। ফলে গোটা দিল্লিতে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
রাত ১২ টা ৪১’এ প্রথমবার কম্পন অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পাঙ্ক ৩.১। এরপর রাত ১টা ৪১‘এ, কম্পনের মাত্রা ৩.৩। তৃতীয়বার ভূমিকম্প হয় রাত ১টা ৫৫’ মিনিটে, সে সময় কম্পনের তীব্রতা ছিল ২.৫।
চতুর্থবার কম্পন অনুভূত হয় রাত ৩টা ৪০ মিনিটে। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮।
আবহাওয়া দপ্তর জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল দিল্লিতেই। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে এই কম্পনের উৎস।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির হিসেবে জোন ফোরের মধ্যে পড়ে দিল্লি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৫ কিংবা ৬ হলে তবেই বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১২,২০১৩
ভাস্কর সরদার/আরআই/বিএসকে