ঢাকা: রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা থেকে জানানো হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।
মঙ্গলবার গ্রিনিচমান সময় ০৫০০ টায় ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাতকা পেনিনসুলা থেকে ১৭০ কিলোমিটার দূরে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভিরতা ছিল ৪৭ কিলোমিটার।
মার্কিন ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ছোট আকারের সুনামি হতে পারে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২১০৩
জেডএস/এসআরএস