ঢাকা: নারী অধিকারে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে অনগ্রসর মিসর। সম্প্রতি জেন্ডার বিশেষজ্ঞদের এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।
নারীদের যৌন হয়রানি, অঙ্গহানি এবং রক্ষণশীল ইসলামি দলগুলোর উত্থানের কারণেই মিসর আরব দেশগুলোর মধ্যে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ বলে জরিপে উল্লেখ করা হয়।
থমসন রয়টার্স ফাউন্ডেশন এই জরিপ পরিচালনা করে। ২০১১ সালে আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে এটি সংস্থাটির তৃতীয় বার্ষিক জরিপ। নারীদের অধিকার প্রতিষ্ঠায় থমসন ফাউন্ডেশন কাজ করে থাকে।
সিরিয়াসহ আরব লীগের ২১টি দেশের ৩৩০ জন জেন্ডার বিশেষজ্ঞ এই জরিপে অংশগ্রহণ করে।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমরোস আইল্যান্ডস জরিপে শীর্ষে অবস্থান করছে। মিসরের পরে আছে যথাক্রমে ইরাক, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মিসরের ৯৯.৩ ভাগ নারী যৌন হয়রানির শিকার।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
কেএইচ/আরকে