ঢাকা: পোল্যান্ডের স্বাধীনতা দিবসের র্যালিতে সংঘর্ষে উৎসবের আমেজে ভাটা পড়েছে। প্রধান র্যালির তরুণদের কয়েকটি দল একটি পরিত্যক্ত ভবনে আঘাত ও গাড়িতে আগুন ধরিয়ে দিলে সংঘর্ষ শুরু হয়।
মঙ্গলবার রাজধানী ওয়ারশ ওই র্যালির আয়োজন করে কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী সংগঠনগুলো।
কট্টরপন্থি তরুণরা রাশিয়ার দূতাবাসেও হামলার চেষ্টা চালায়। তারা রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে পটকা ছুড়ে মারে। অনেকে আবার ভবনে নিরাপত্তা দেয়াল টপকানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়।
হামলাকারীদের অনেকে মুখোশ পরিহিত ছিল।
তারা সহিষ্ণুতার প্রতিক একটি রংধনু রংঙের তোরণেও আগুন লাগায়।
পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারসিন জানান, গুণ্ডামির কোনো মানে হয় না।
সহিংসতায় আহত হওয়াদের মধ্যে কমপক্ষে চার পুলিশ সদস্য রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হাজার হাজার লোকের অংশগ্রহণে র্যালিটি খুবই কোলাহলপূর্ণ কিন্তু শান্তিপূর্ণভাবে শুরু হয়। অংশগ্রহণকারী পোল্ডারে সাদা আর লাল রংয়ের পতাকা হাতে স্লোগান দেন: ‘বিধাতা, সম্মান, পিতৃভূমি!’
এবারসহ তিনিবারের মতো স্বাধীনতা দিবসের র্যালিতে সহিংসতার ঘটনা ঘটল। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষের পর থেকে ১২ নভেম্বর স্বাধীনতা দিবস হিসেবে পালন করে পোল্যান্ড। এর আগে পোল্যান্ড রাশিয়া, প্রশিয়া ও অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের মধ্যে বিভক্ত ছিল।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
এসএফআই/আরকে