ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ায় পশ্চিমা শক্তির মধ্যকার বিভক্তিকে দুষলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
‘ঠিক এ মুহূর্তে’ ইরান চুক্তিতে পৌঁছাতে অসমর্থ।
মঙ্গলবার জারিফ টুইটারে বলেন, জেনেভায় যা হয়েছে তার কোনো বাঁক পরিবর্তন ঘটানো যাবে না কিন্তু এর থেকে আত্মবিশ্বাসে ক্ষয় শুরু হবে।
জারিফ যুক্তরাষ্ট্রের খসড়া চুক্তিতে প্রভাব খাটানোর জন্য ফ্রান্সেরও সমালোচনা করেন।
ইরান ও বিশ্বশক্তি ৫+১ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি) এর প্রতিনিধিরা আগামী ২০ নভেম্বর আবার বৈঠকে বসবেন।
ইরান বরাবরই বলে এসেছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই তারা পরমাণু কর্মসূচি চালাচ্ছে। তবে বিশ্বশক্তির ধারণা, পরমাণু কর্মসূচির মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হচ্ছে।
এদিকে জন কেরি সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, তারা গত সপ্তাহে জেনেভায় পরমাণু বিষয়ক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে বিশ্বকে প্রথমে সন্দেহমুক্ত হতে হবে।
কেরি বলেন, আমরা চুক্তির খুবই, খুবই কাছে পৌঁছে গিয়েছিলাম।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তি ৫+১ এর সঙ্গে ইরানের আলোচনা বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার তৃতীয় দিন পর্যন্ত চললেও কোনো ধরনের চুক্তি স্বাক্ষর ছাড়াই আলোচনা শেষ হয়।
অথচ, শনিবার সন্ধ্যা পর্যন্তও দু’পক্ষই আলোচনায় কিছুটা ছাড় দিয়ে চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে বলে আশা করা হচ্ছিল। এছাড়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সফর স্থগিত করে তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভার বৈঠকে যোগ দেওয়ায় ধারণা করা হচ্ছিল, শেষ পর্যন্ত এই বৈঠকেই বুঝি পশ্চিমাদের সঙ্গে তেহরানের অচলাবস্থা নিরসনের সমাধান হচ্ছে।
শনিবার তৃতীয় ও শেষ দিনের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও আলোচনার সমন্বয়ক ক্যাথেরিন অ্যাশটন দাবি করেন, আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে চুক্তিতে পৌঁছাতে এখনও কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে।
অ্যাশটন আশা প্রকাশ করে বলেন, আগামী ২০ নভেম্বর থেকে ফের শুরু হওয়া আলোচনায়ই অচলাবস্থা নিরসনের ইতি টানতে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
অবশ্য, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ‘ঐতিহাসিক ভুল’ হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ছলনা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
কেএইচকিউ/আরকে