আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে নতুন এসব সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মঙ্গলবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর বেশিরভাগই নতুন নিয়োগ ও ভাতা বৃদ্ধি সম্পর্কিত।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন ১১৫ জন নার্স নিয়োগ দেওয়া হবে। শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, নারীদের ও প্রতিবন্ধীদের ভাতার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে প্রতিবন্ধীদের। প্রতিবন্ধীদের ভাতা ১০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকারের এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মানিক সরকার। এই অর্থ বছরের অবশিষ্ট চার মাসের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে আট কোটি ৯০ লাখ টাকা।
জুমিয়া পুনর্বাসনের জন্যও নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
কেএইচকিউ/এসআরএস