ঢাকা: ভারতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করেছে সুপ্রিম কোর্ট।
ভারতের প্রধান বিচারপতি পি সাথাসিভাম তিন বিচারক নিয়ে গঠিত তদন্ত কমিটির ঘোষণা দেওয়ার সময় বলেন, ‘এ কমিটি ঘটনা উদঘাটন করবে এবং প্রতিবেদন প্রস্তুত করবে। ’
মঙ্গলবার তদন্তের আদেশ দেওয়ার সময় সাথাসিভাম বলেন, আমরা বিষয়টি হালকাভাবে নিতে পারি না।
প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আমিও উদ্বিগ্ন এবং চিন্তিত যে অভিযোগ সত্য না মিথ্যা।
আইনে স্নাতক এক নারী গত সপ্তাহে এক ব্লগ পোস্টে অভিযোগ করেন, দিল্লির একটি হোটেলে ওই বিচারক তাকে নিপীড়ন করেছে।
ওই শিক্ষানবীশ আইনজীবীর অভিযোগ, ওই বিচারকরে সঙ্গে ইন্টার্নশিপ করার সময় তিনি এ নিপীড়নের শিকার হন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
এসএফআই/এসআরএস