ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে আশঙ্কার চেয়ে কম প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে আশঙ্কার চেয়ে কম প্রাণহানি

ঢাকা: ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কার চেয়ে কম হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো।

সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাকুইনো বলেন, ১০ হাজার মানুষের প্রাণহানি অনেক বড় ব্যাপার।

এ সংখ্যা ২৫শ’র কিছু বেশি হতে পারে।

জাতিসংঘ জানিয়েছে, হাইয়ানের আঘাতে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আর গৃহহীন হয়েছেন প্রায় ৬ লাখ ৭৩ হাজার মানুষ।

যদিও ঘূর্ণিঝড় কবলিতদের ত্রাণ সহায়তা দেওয়া শুরু হয়েছে তবুও এখনও অনেক মানুষ সাহায্যের বাইরে রয়েছেন।

অ্যাকুইনো বলেন, এর আগে পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা অনুযায়ী ও ভয়াবহতার আতঙ্কের কারণেই হাইয়ানে ১০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হয়।  

তিনি জানিয়েছেন, এখনও ২৯টি মিউনিসিপ্যাল এলাকায় মৃত ও নিখোঁজের সংখ্যা যাচাই করা  হয়নি।

দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কেন্দ্র সরকারিভাবে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১৮শ’ ৩৩ জনের। হতাহত ও নিখোঁজসহ এ সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬শ’ ৮৪ জনে।

ত্রাণ সহায়তা কর্মকর্তারা জানিয়েছেন, ত্রাণ সহায়তা বৃদ্ধি করা সত্ত্বেও এখনও অনেক মানুষ খাদ্য, পানি ও আশ্রয় সংকটে রয়েছেন।

অনেক দেশের সহায়তার জন্য জাহাজ ও বিমান পাঠিয়েছে। কিন্তু খারাপ যোগাযোগ ব্যবস্থা ও আবহাওয়ার কারণে সব জায়গায় সহায়তা পৌঁছানো যাচ্ছে না।

লেতে দ্বীপের তাকলোবান শহরের ২ লাখ ২০ হাজার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক কার্যালয় জানিয়েছে, ফিলিপাইনে ১ কোটি ১৩ লাখ মানুষের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও সেবা দরকার।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।