কলতাকা: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরুন বৃহস্পতিবার কলকাতা আসছেন। সফরসূচি চূড়ান্ত না হলেও তিনি ৭ ঘণ্টা কলকাতায় কাটাতে পারেন বলে মনে করা হচ্ছে।
এ সময়ের মধ্যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে দেখা করতে পারেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কলকাতা পৌঁছবেন। প্রথমে তিনি যাবেন আকাশবাণী ভবনে। সেখানে একটি সাক্ষাতকার অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর তিনি ইন্ডিয়ান ইনিস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এ যাবেন। বিকেলে জাতীয় জাদুঘরে সেচ্ছাসেবী সংগঠনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবরে বলা হয়। ভারতের পূর্ব অংশে ব্রিটিশ সরকারের ব্যবসা-বাণিজ্য প্রসারের যে পরিকল্পনা নিয়েছেন সেই বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
ভিএস/জেডএস/বিএসকে