ঢাকা: আয়ারল্যান্ড জন্ম নেওয়া ব্রিটিশ চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের একটি চিত্রকর্ম নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি নিলামে ১৪ কোটি ২০ লাখ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হওয়ার পর বেকনের চিত্রকর্মটি সবচেয়ে দামি চিত্রকর্মে পরিণত হয়েছে।
বেকন চিত্রকর্মটি এঁকেছিলেন তার বন্ধু ও সহকর্মী চিত্রশিল্পী লুসিয়ান ফ্রয়েডকে নিয়ে। থ্রি স্টাডিস অব ফ্রয়েড (১৯৬৯) নামে বেকনের ট্রিপটিখ (পাশাপাশি তিনটি ফলকে অঙ্কিত) চিত্রকর্মটি তার শ্রেষ্ঠ মাস্টারপিস বলে বিবেচিত।
ক্রিস্টিস নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, ছয় মিনিট উত্তেজনাকর নিলামের পর চিত্রকর্মটি বিক্রি হয়।
গতবছর নরওয়ের খ্যাতিমান চিত্রশিল্পী এডওয়ার্ড মুঙ্খের ‘দ্য স্ক্রিম’ চিত্রকর্মটি ১২ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়। বেকনের চিত্রকর্মটি সে মূল্যকেও ছাড়িয়ে যায়। এর আগে ২০১০ সালে বিখ্যাত শিল্পী পিকাসোর চিত্রকর্ম ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ ১০ কোটি ৬৫ লাখ ডলারে বিক্রি হয়।
এই প্রথমবারের মতো থ্রি স্টাডিস অব লুসিয়ান ফ্রয়েড বিক্রির জন্য নিলামে তোলা হয়। তবে বেকনের চিত্রকর্মটি কে কিনে নিয়েছেন তা জানায়নি নিলাম কর্তৃপক্ষ।
বেকন ট্রিপটিখ চিত্রকর্মের জন্য বিখ্যাত। আগুনে তার স্টুডিও ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৯৬৯ সালে লন্ডনের রয়েল কলেজ অব আর্টে বসে সে এ চিত্রকর্মটি আঁকেন।
নিলাম কর্তৃপক্ষ চিত্রকর্মটিকে, সত্যিকারের মাস্টারপিস ও নিলামে ওঠা এ প্রজন্মের গুরুত্বপূর্ণ চিত্রকর্মের একটি বলে উল্লেখ করে।
চিত্রকর্মটি বেকন ও ফ্রয়েডের সম্পর্কের একটি চিহ্ন। এর মাধ্যমে দুই শিল্পীর সৃষ্টিশীল ও আবেগের জায়গার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
১৯৪৫ সালে এ দুই শিল্পীর প্রথম দেখা হয়। ১৯৭০ সালে তাদের সম্পর্কে স্থিতিশীলতা আসে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
কেএইচকিউ/বিএসকে