ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাজনীতি ছেড়ে দিচ্ছেন কেভিন রাড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, নভেম্বর ১৩, ২০১৩
রাজনীতি ছেড়ে দিচ্ছেন কেভিন রাড

ঢাকা: রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড।

অস্ট্রেলীয় সময় বুধবার রাতে পার্লামেন্টে দেওয়া আবেগাপ্লুত ভাষণে দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী রাড জানান, তিনি হালকাভাবে এ সিদ্ধান্ত নেননি।

পরিবারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
লেবার পার্টির সাবেক প্রধান রাড বলেছেন, দেশের নেতৃত্ব দেওয়া ছিল সম্মানের।

এ সপ্তাহের শেষের দিকে তিনি পার্লামেন্ট ছাড়বেন বলে জানিয়েছেন। কাঁদো কাঁদোভাবে তিনি বলেন, অনেক আলোচনা-পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি আর এ সপ্তাহের পর পার্লামেন্টের সদস্য হিসেবে আর চালিয়ে যেতে পারছেন না।

নতুন প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়া দেশের সবচেয়ে কঠিন কাজ।
একই সঙ্গে লেবার পার্টির নতুন নেতা বিল শর্টেন ও পার্টির সমর্থক অ্যান্থনি আলবানিজ এবং চেরিস বোয়েনকে ধন্যবাদও জানান তিনি।

২০০৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন কেভিন রাড। কিন্তু ২০১০ সালে দলের উপনেতা জুলিয়া গিলার্ডের কাছে দলের নেতা নির্বাচনে হেরে যান। এরপর ২০১৩ সালের ২৬ জুন দলের নেতা নির্বাচনে জুলিয়া গিলার্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।

কিন্তু দলীয় কোন্দলের কারণে সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিরোধী জোট লিবারেল ন্যাশনালের কাছে পরাজিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এসএফআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।