ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
ইরাকে বোমা হামলায় নিহত ২৩

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।



বুধবার শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র আশুরাকে কেন্দ্র করে জড়ো হওয়া লোকসমাগম ও জটলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তর ও পশ্চিমাঞ্চলে শিয়া মুসলিমদের তীর্থস্থান এলাকা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কিছু বোমা হামলা চালানো হয়।

এর মধ্যে পবিত্র আশুরা পালন উপলক্ষে বাগদাদের উত্তরাঞ্চলের অন্যতম সহিংস এলাকা বাকুবার উপকণ্ঠে শিয়া অধ্যুষিত একটি এলাকায় পূণ্যার্থীরা জড়ো হতে থাকলে পরপর তিনটি বোমা হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ৮ জন নিহত ও ২৫ জন আহত হয় বলে নিশ্চিত করেছেন নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা।

এছাড়া, বাগদাদের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় কয়েক দফা বোমা হামলা চালানো হলে নিহত হয় আরও অন্তত ১৫ জন। এসব হামলায়ও কয়েকডজন ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

তবে এসব হামলার দায় স্বীকার করেনি কেউ।

জানা গেছে, আশুরা উপলক্ষে তীর্থস্থান কারবালা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ৩৫ হাজার সদস্য মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এবার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে ইরাক সরকার।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।