আগরতলা (ত্রিপুরা): চাকমা ভাষায় লেখা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।
মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মানিক সরকার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন গ্রন্থটির।
ত্রিপুরার প্রকাশনা সংস্থা ‘স্রোত’ চাকমা ভাষার এ গীতাঞ্জলি প্রকাশ করেছে।
মানিক সরকার চামকা ভাষায় গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনূদিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, এর ফলে রবীন্দ্রনাথকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। চাকমা সম্প্রদায়ের মানুষ রবীন্দ্রনাথ ও তার সেরা কাব্যগ্রন্থটি বোঝার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এএ/এসআরএস