ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চাকমা ভাষায় রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
চাকমা ভাষায় রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ

আগরতলা (ত্রিপুরা): চাকমা ভাষায় লেখা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।

মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মানিক সরকার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন গ্রন্থটির।

গ্রন্থটি চাকমা ভাষায় অনুবাদ করেছেন তিমির বরণ চাকমা।

ত্রিপুরার প্রকাশনা সংস্থা ‘স্রোত’ চাকমা ভাষার এ গীতাঞ্জলি প্রকাশ করেছে।

মানিক সরকার চামকা ভাষায় গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনূদিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, এর ফলে রবীন্দ্রনাথকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। চাকমা সম্প্রদায়ের মানুষ রবীন্দ্রনাথ ও তার সেরা কাব্যগ্রন্থটি বোঝার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।