ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শেষ হলো মিসরের জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
শেষ হলো মিসরের জরুরি অবস্থা

ঢাকা: মিসরে ৩ মাসের জরুরি অবস্থা শেষ হয়েছে মঙ্গলবার। দেশটির মন্ত্রিসভার মুখপাত্র এই কথা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।



গত ১৪ আগস্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দেশেটিতে জরুরি অবস্থা জারি করে। দেশটিতে মুরসির সমর্থকদের হঠাতে বিশেষ অভিযান চালানোর পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়।   প্রথমে এক মাসের জন্য হলেও পরে আরো দুইমাস এর মেয়াদ বৃদ্ধি করা হয়।

জরুরি অবস্থা প্রত্যাহার মানে হচ্ছে দেশটির সবখানে কারফিউও প্রত্যাহার হচ্ছে। তবে এটি কতদিন বলবৎ থাকবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।