ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় মেট্রোতে সমস্যা, নাজেহাল যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, নভেম্বর ১৩, ২০১৩
কলকাতায় মেট্রোতে সমস্যা, নাজেহাল যাত্রীরা

কলকাতা: স্বল্প সময়ে বহু দূর যেতে কলকাতার মেট্রো রেলের জুড়ি মেলা ভার। তাই মেট্রোর ওপর চাপটা সবসময় একটু বেশিই থাকে।

কিন্তু  গত সপ্তাহে এক লাফে মেট্রোর ভাড়া বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ।

তারপরও যাত্রী কমেনি। এহেন অবস্থায় বুধবার সকাল থেকেই মেট্রো পরিসেবা বিপর্যস্ত হয়ে পড়ে। দমদম স্টেশনে মেট্রোর লাইনে সমস্যার কারণে মেট্রো পরিসেবা দারুণভাবে ব্যাহত হয়।

বুধবার সকাল ৯টা থেকে মেট্রো পরিসেবা ব্যাহত হওয়ায় নাজেহাল হন অফিস ও স্কুল-কলেজগামী যাত্রীরা। আপ থেকে ডাউন লাইনে এই সমস্যা  দেখা দেয়।

আপ লাইনে ফেরানো হয় রেক। প্রায় ৩০০ মিটার এভাবেই রেক চালানো হয়। অফিস ও স্কুল-কলেজ টাইমে এই দুর্ভোগের কবলে পড়ে ক্ষুব্ধ প্রতিদিনের যাত্রীরা।

এদিকে, ভাড়া বাড়ানোর পর কলকাতা মেট্রো পরিসেবার জন্য ছুটির দিন রোববার আর দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সকাল ১০টা থেকেই চালু হয়ে যাবে মেট্রো পরিসেবা।

সঙ্গে বাড়তে চলেছে রেকের সংখ্যাও। সেক্ষেত্রে ভিড়ের চাপ অনেকটাই কমে যাবে। এতদিন রোববার দুপুর ২টা থেকে কলকাতা মেট্রো পরিসেবা চালু ছিল।

দীর্ঘদিন ধরেই কলকাতার মেট্রোয় যাতায়াতকারীদের দাবি রোববার দুপুর নয়, সকাল থেকেই চালানো হোক মেট্রো। অবশেষে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর উদ্যোগে এই দাবি বাস্তবে রূপ পাওয়ার অপেক্ষায়।

পশ্চিমবঙ্গের অধিবাসী অধীর চৌধুরী মেট্রো রেল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রেকের সংখ্যা বাড়ানোর আর রোববার সকাল থেকে মেট্রো চালানোর বিষয়টি।

মেট্রো কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই মেট্রোর নতুন পরিসেবা চালু করা হবে।

এমনিতে রোববার ছুটির দিন হলেও বিভিন্ন চাকরির পরীক্ষা থাকে,  ঘুরতে যাওয়া, কোনো জরুরি কাজে যাওয়া, কিংবা হাসপাতাল বা আত্মীয়র বাড়ি যাওয়ার প্রয়োজন হয়।

রোববার সকাল থেকেই মেট্রো চালু হলে সে সমস্যার সমাধান হবে।

বাংরাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
ভিএস/এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।