ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কমনওয়েলথ থেকে বহিষ্কৃত মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
কমনওয়েলথ থেকে বহিষ্কৃত মালদ্বীপ

ঢাকা: বারবার সতর্কতা দেওয়ার পরও রাজনৈতিক সঙ্কট নিরসন করতে না পারায় মালদ্বীপকে সাময়িক বহিষ্কার করেছে আন্তঃসরকার সহযোগিতামূলক সংস্থা কমনওয়েলথ।

ব্রিটিশ সাম্রাজ্যের সাবেক ঔপনিবেশিক ৫৩টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত কমনওয়েলথের মিনিস্টারিয়াল গ্রুপ সিএমএজি বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হওয়া সম্মেলনে ‘তদন্ত সাপেক্ষে শৃঙ্খলা ভঙ্গের ধারায় এই শাস্তি’ দেওয়ার কথা জানায়।



সংবাদ মাধ্যমে পাঠানো কমনওয়েলথের বিবৃতিতে বলা হয়, সংস্থাভুক্ত দেশগুলোর মন্ত্রীরা সামনের দিনগুলোতে ‍মালদ্বীপের পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবেন।

এরপর ১৫ নভেম্বর সম্মেলনে যোগ দেওয়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সামনে এ বিষয়ে ব্রিফ করবেন সিএমএজি’র চেয়ারম্যান।

কমনওয়েলথ সম্মেলনের প্রথম দিনে মালদ্বীপের চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনা হওয়ার কথা নিশ্চিত করে সম্মেলনে যোগ দেওয়া একজন কূটনীতিক জানান, এই সংস্থার সদস্যপদ এখন মালদ্বীপের নেই। রাজনৈতিক সঙ্কট নিরসন করতে না পারায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা।

কমনওয়েলথের সম্মেলনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের কঠোর সমালোচনা করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রীরা অবিলম্বে এই অচলাবস্থা নিরসনের আহ্বান জানান।

পুলিশ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দুই দফা নির্বাচনে গড়ে ৪৫ শতাংশের বেশি ভোট পেলেও সংবিধান অনুযায়ী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় সরকার গঠন করতে পারছেন না তিনি। কিন্তু নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণও আগের দুই দফার মতো সরকার কর্তৃক বিলম্বিত হওয়ার সমালোচনা করেন কমনওয়েলথ মন্ত্রীরা।

বিশ্লেষকরা বলছেন, পুলিশি অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করা প্রেসিডেন্ট ওয়াহিদ তার শাসনকাল দীর্ঘ করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।