ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বিস্ফোরণে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
ইরাকে বিস্ফোরণে নিহত ৩০

ঢাকা: ইরাকের পূর্বাঞ্চলে দুটি বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।



বৃহস্পতিবার পবিত্র আশুরা পালনে ওয়াসিত শহরের রাস্তায় জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময়ই বোমা হামলা করা হয়। দেশটির শিয়া সম্প্রদায়ের কাছে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন।  

ওয়াসিত শহরটি রাজধানী বাগদাদ থেকে ১৬১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

শোভাযাত্রার একটি তাবু লক্ষ্য করে হামলা দুটি করা হয়। আশুরার সময় এ ধরনের তাবু থেকে পানি ও খাবার সরবরাহ করা হয়।

মহররমের এ পবিত্র সপ্তাহে শিয়া মুসলমানদের লক্ষ্য করে এর আগেও কয়েকটি হামলা করেছে সুন্নি জঙ্গিগোষ্ঠী। বুধবার একটি চারটি সমন্বিত বিস্ফোরণে বাকুবায় ১০ জন নিহত হন।

আশুরা উপলক্ষে তীর্থস্থান কারবালা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ৩৫ হাজার সদস্য মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এবার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে ইরাক সরকার।

সুন্নি বিদ্রোহীরা শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এ ধরনের হামলায় অংশ নিচ্ছে। আর আল-কায়েদা হামলায় উস্কে দিচ্ছে ইরাকের সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়কে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।