ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জীবের সবচেয়ে আদি চিহ্নের সন্ধান

আবু তালহা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
জীবের সবচেয়ে আদি চিহ্নের সন্ধান

ঢাকা: পৃথিবীতে জীবের সবচেয়ে প্রাচীন চিহ্ন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার দূরবর্তী দুর্গম অঞ্চল পিলবারায় পাওয়া ব্যাকটেরিয়া আনুমানিক সাড়ে তিনশ’ কোটি বছর আগের বলে ধারণা করছেন তারা।



সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রভাবশালী সাময়িকী ‘অ্যাস্ট্রোবায়োলজি’তে প্রকাশিত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকদের পক্ষ থেকে প্রকাশিত আদি চিহ্ন সন্ধান সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, দুর্গম অঞ্চল পিলবারায় পলি পাথরে পাওয়া এই ব্যাকটেরিয়া আগে কখনও দেখা যায়নি।

গবেষকরা আশা করছেন, এই ব্যাকটেরিয়ার আকৃতি থেকে ধারণা নিয়ে পিলবারা অঞ্চলে আরও প্রাচীন জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে।

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক অধ্যাপক ডেভিড ওয়েসে বলেন, ব্যাকটেরিয়ার অস্তিত্ব জানান দিচ্ছে, প্রায় তিনশ’ ৪০ কোটি বছর থেকে তিনশ’ ৪৩ কোটি বছর আগে এখানে অনেক জীবের অস্তিত্ব ছিল।

ওয়েসে জানান, পিলবারা ও আশপাশের অঞ্চলে এই ব্যাকটেরিয়ার ভিন্ন কোনো বিবর্তিত রূপ আছে কি না সে বিষয়েও গবেষণা করা হচ্ছে।

এই গবেষণার সম্পূর্ণ ফলাফল পেলে পৃথিবীতে জীবের আদি অস্তিত্বের ব্যাপারে পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলেও জানান গবেষক ওয়েসে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
এটি/এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।