ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬৪০ কোটি টাকায় পিংক ডায়মন্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
৬৪০ কোটি টাকায় পিংক ডায়মন্ড!

ঢাকা: রেকর্ড ৮ কোটি ৩০ লক্ষ ডলারে (প্রায় ৬শ ৪০ কোটি টাকা) একটি পিংক ডায়মন্ড বিক্রি হয়েছে। সম্প্রতি জেনেভায় একটি নিলাম অনুষ্ঠানে পিংক স্টার নামে ওই ডায়মন্ডটি বিক্রি হয়।

  ২.৬৯ সে.মি বাই ২.০৬ সে.মি পরিমাপের ডায়মন্ডটি একটি আংটিতে বসানো ছিল।

নিউইয়র্কের বিখ্যাত ডায়মন্ড কাটার আইজাক ওলফ ওই ডায়মন্ডটি কিনে নিয়েছে। তারা সেটিকে পিংক ড্রিংম নাম দিয়েছে।

এখন পর্যন্ত সর্বোচ্চ দামে ডায়মন্ড বিক্রির রেকর্ড এটি। তিন বছর আগে গ্রাফ পিংক নামের একটি ডায়মন্ডের দাম উঠেছিল ৪ কোটি ২০ লাখ ডলার। অবশ্য সেটি আকারে পিংক স্টারের অর্ধেক ছিল।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।