ঢাকা: থাইল্যান্ডে একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ও পাচঁজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের কাছে চাচোয়েংসাও প্রদেশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, গ্রাহকরা দোকানে ব্যবহ্রিত সিলিন্ডার ফেরত দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। হৃ
স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রমপং থেপতুবতিম বলেন, সংবাদ সংস্থা এ এফ পিকে বলেন, ওই দোকানের মালিকসহ তিনজন নহত হয়েছেন। আর আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, ফেরত দেওয়ার সময় গ্যাস ভরা থাকা অবস্থায় ঝাঁকানোর কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
কেএইচকিউ/আরআইএস