ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিন শান্তি আলোচনাকারী দলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
ফিলিস্তিন শান্তি আলোচনাকারী দলের পদত্যাগ

ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের বসতি বিস্তৃতিকরণ ও স্থাপনা নির্মাণ সংক্রান্ত শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় পদত্যাগ করল ফিলিস্তিনের সমঝোতা পক্ষের পুরো দল।

শান্তি আলোচক মোহাম্মদ সত্যায়েহ বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পুরো দলের পদত্যাগপত্র গ্রহণ করতে হবে।

 

তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, বসতি বিস্তৃতির ধারাবাহিকতার কারণে সমঝোতা ব্যর্থ হয়েছে। এজন্য ইসরায়েলই সম্পূর্ণ দায়ী।  

এদিকে মিশরের সিবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদ আব্বাস বলেন, এই আলোচক দল ছাড়াও শান্তি চুক্তিতে ইসরায়েলের সাথে আলোচনা চলবে। তাদের বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তারা না আসলে আমরা নতুন আলোচক দল নিয়োগ দেব।

নামপ্রকাশে অনিচ্ছুক এক আলোচক বলেন, আব্বাস অনেক কিছুই করতে পারেন। তিনি পদত্যাগপত্র গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন, নতুন দলও নিয়োগ দিতে পারেন অথবা আলোচনায় নতুন কৌশলও অবলম্বন করতে পারেন।  

সমঝোতায় আসতে গত জুলাইয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার পশ্চিম তীরে আরও ২৪ হাজার বসতি নির্মাণের ঘোষণা দেন।

বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু আলোচনা বন্ধে ইসরায়েলের প্রচেষ্টার মধ্যেই দেশটির সরকার আবার এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
কেএইচকিউ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।