ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তা এলাকায় অনুপ্রবেশ

কম্বোডিয়ার আদালতে থাই এমপির বিচার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
কম্বোডিয়ার আদালতে থাই এমপির বিচার

নমপেন: অবৈধভাবে কম্বোডিয়ার সীমান্ত প্রবেশের দায়ে থাইল্যান্ডের ক্ষমতাসীন দলের এক রাজনীতিককে অভিযুক্ত করা হয়েছে। তবে দুর্ঘটনাবশত তিনি সীমানা অতিক্রম করেন বলে বৃহস্পতিবার কম্বোডিয়ার রাজধানী নমপেনের এক আদালতে বলেন ওই রাজনীতিক।

তার আইনজীবী সূত্রে এ তথ্য জানা যায়।

অন্য ছয় থাই নাগরিকের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির এমপি প্যানিচ ভিকিতসরেথকে কারাগার থেকে নমপেনের পৌর আদালতে নেওয়া হয়। আদালতে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়।

এ ঘটনা থাইল্যান্ড-কম্বোডিয়া কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, তিনি কোনো উদ্দেশ্য ছাড়াই কম্বোডিয়ার ভূখণ্ডে প্রবেশ করেন বলে আদালতে প্যানিচ বলেন। তার কম্বোডিয়ার অ্যাটর্নি রস আন টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘থাইল্যান্ডের জনগণ এটা তাদের ভূখ- বলে দাবি করায় তিনি এই সীমান্ত এলাকায় যান বলে প্যানিচ জানান। না জেনেই তিনি কম্বোডিয়ার ভূখ-ে প্রবেশ করেন এবং তখন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেন বলে তিনি জানান। ’

তবে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়ার সময় নীল জামার কারা পোশাক পরিহিত আটক ব্যক্তিরা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। এদিকে বিচারের কোনো তারিখও এখন পর্যন্ত নির্ধারিত হয়নি।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও খারাপ উদ্দেশ্যে সেনা এলাকায় প্রবেশের দায়ে গত মাসে এই সাতজনকে অভিযুক্ত করা হয়। থাইল্যান্ডের পক্ষ থেকে তাদের তাৎক্ষণিক মুক্তির দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি।

দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেককে ১৮ মাসের কারাদ- দেওয়া হবে।

থাইল্যান্ডের উপমন্ত্রী সোথেপ থায়ুগসুবান বৃহস্পতিবার ওই সাতজনের মুক্তির দাবি জানান। তিনি বলেন, ‘তাদের কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সীমানা অতিক্রম না করার বিষয়টি আদালত বিবেচনা করে দেখবেন এবং তাদের ক্ষমা করে দেবেন বলে আমি আশা করছি। ’

এ বিষয়ে জানতে চাওয়া হলে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কয় কুয়োং এএফপিকে বলেন, ‘এ ঘটনা থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব রাখবে না। তবে তাদের ক্ষমার বিষয়টি সম্পূর্ণ আদালতের হাতে। এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। ’

বাংলাদেশ সময়: ১৯৫২টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।