ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৬

ঢাকা: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে চীনা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।



সোমবার বিকেলে ঘটা এ দুর্ঘটনার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় মঙ্গলবার দুপুরে। বাসটিতে ১৩ জন চীনা নাগরিক ছিল বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন চীনা নাগরিক, বাস ড্রাইভার (ইন্দোনেশিয়ার নাগরিক) ও অপরজন গাইড।

স্থানীয় পুলিশ প্রধান জানান, পর্যটকবাহী বাসটি বালি দ্বীপের দক্ষিণে অবস্থিত উলুওয়াতু মন্দিরে যাওয়ার সময় ১৫ মিটার গভীর খাদে পড়ে যায়।

বাসটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলে ও একজন মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে পূর্ব জাভা প্রদেশের চীনা দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।