ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটন শনিবার এক সফরে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতারে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রালয়ের কর্মকর্তা মার্ক টোনার সাংবাদিকদের বলেন, ‘চলতি মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত ছয় দিনব্যাপী এ সফরে হিলারি সরকারির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তিনি সরকার এবং বেসামরিক সম্পর্কের বিষয়ের ওপরও গুরত্বারোপ করবেন।
এছাড়াও, তিনি রাজনীতি, পরিবেশসহ অন্যান্য বিষয়ে কাজ করার জন্য সরকারকে পরামর্শ দিবেন। ’
তিনি আরও বলেন, কাতারে কিনটন সেভেন ফোরাম ফর দ্য ফিউচারে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য পুনর্গঠনের লক্ষ্যে জর্জ ডব্লিউ বুশ ২০০৪ সালে এই ফোরামটি প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১১