ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক বাণিজ্যমন্ত্রী উইলিয়াম ডালিকে তার চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন।
উইলিয়াম ডালির দীর্ঘদিনের সরকারি চাকরির অভিজ্ঞতা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে বারাক ওবামা এদিন বিকেলে হোয়াইট হাউসে তাকে পরিচয় করিয়ে দেন।
ওবামা বলেন, খুব কম মানুষই ডালির মতো এসব কাজে এতো অভিজ্ঞতা সম্পন্ন এবং খুব ভাল একজন রাজনৈতিক ব্যবস্থাপক। ডালি সাবেক প্রেসিডেন্ট বিল কিনটনের সময় বাণিজ্যমন্ত্রী ছিলেন।
যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চাকরিটির জন্য ৬২ বছর বয়সী ডালিকে নির্বাচন করা হয়েছে।
ডালি দীর্ঘ দিনের সফল সাবেক প্রধান কর্মকর্তা রাহম ইমানুয়েলের স্থানে স্থলাভিষিক্ত হলেন। ইমানুয়েল শিকাগোর মেয়র নির্বাচনে দাঁড়ানোর সময় গত বছর এই পদটি ছেড়েছেন।
ইমানুয়েল চলে গেলে গত তিন মাস ধরে পিট রাউস এই পদে অন্তর্বতী দায়িত্ব পালন করছিলেন। এখন পিট রাউস প্রেসিডেন্টের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত নভেম্বরে রিপাবলিকানদের কাছে মধ্যবর্তী নির্বাচনে হেরে যাওয়ার পর ওবামা তার সরকারের প্রশাসনে পরিবর্তন নিয়ে আসছেন। আর উইলিয়াম ডালির নিয়োগ এরই একটা অংশ বলে ধরা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১