আবিদজান: আইভরি কোস্টের নেতা লুরা বাগবো সরকার দেশ থেকে ব্রিটিশ এবং কানাডার কূটনীতিকদের বহিষ্কার করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার জানায় ব্রিটেন ও কানাডা তাদের কূটনৈতিকদের আর এই দেশে দেখতে চায় না এমন কথার প্রেক্ষিতে আইভরি কোস্ট এদের বহিষ্কার করে ।
সরকারের মুখপাত্র আহোয়া দন মেয়ো একটি বিবৃতিতে বলেন, ‘সরকারের পারস্পরিক বিরোধী কূটনৈতিক সম্পর্কের কারণে মাদাম মারি ইসাবেলা ম্যাসিকে মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, কানাডার দূত হিসেবে আইভরি কোস্টে তার মেয়াদ শেষ। একই কারণে যুক্তরাজ্যের দূত নিকোলাস জেমস ওয়েস্টকট এবং আয়ারল্যান্ডের দূতকেও চলে যেতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ’
উল্লেখ্য, ৩১শে ডিসেম্বর ব্রিটেন জানায় যে, বাগবো এবং ফিলিপ ডি ইয়াঙ্গনবি অধীনে তাদের কোনো প্রতিনিধি রাখবে না। তারা শুধুমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত আলাসান ওয়াতরার জন্যই নতুন করে দূত পাঠাবে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ০৭ জানুয়ারি ২০১১