ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে গণস্নানাগারে বোমা বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১
আফগানিস্তানে গণস্নানাগারে বোমা বিস্ফোরণে নিহত ১৭

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি গণস্নানাগারে শুক্রবার বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। খবর রিয়া নভোস্তির।



সরকারের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, ‘এটা আত্মঘাতি হামলাকারী ছিল কি না তা আমরা এখনো বুঝতে পারিনি। আমরা জেনেছি, গোসলখানার ভেতরে বিস্ফোরণ ঘটেছে ও আমরা এর তদন্ত করছি। ’

কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরে এ ঘটনা ঘটে। প্রদেশটি পাকিস্তানি সীমান্তের কাছাকাছি।   প্রতিবেদনে বলা হয়, বুকে বোমা বেঁধে এক হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়।

গত কয়েক মাসে আফগানিস্তানে তালেবান ও আল কায়েতা জঙ্গি গোষ্ঠীগুলো বিরুদ্ধে যুদ্ধে সহিসংতা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যুদ্ধে ন্যাটো বাহিনী নিয়মিত আক্রমণ করছে। জঙ্গিগোষ্ঠীগুলোও আফগান পুলিশ, মার্কিন ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়িয়ে দিয়েছে। এতে বহু বেসামরিক নিরীহ লোকজন মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।