কলকাতা: একবারে অন্য ধরনের সম্মেলন। প্রাতিষ্ঠানিক ধর্মে যাদের বিশ্বাস নেই এমন মানুষ জন বিশ্বের ১৭০টি দেশ থেকে য্গো দিতে এসেছেন ভারতের কেরালা রাজ্যের ত্রিচূরে ‘অষ্ঠম বিশ্ব নিরীশ্বরবাদী কংগ্রেসে’ যোগ দিতে।
শুক্রবার সকাল থেকে এই মহা সম্মেলন শুরু হয়েছে। এবারের কংগ্রেস মূল আলোচ্যবিষয় নিরীশ্বরবাদ ও বিকল্প সংস্কৃতি।
এই মহাসম্মেলনের আয়োজক সংস্থার মুখপাত্র জি বিজয়ন জানিয়েছেন, ‘এই কংগ্রেসে যারা যোগ দিয়েছেন তারা প্রত্যেকেই মুক্ত চিন্তার মানুষ। তারা বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে জিন প্রযুক্তি, পরমাণু চুল্লি, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের অবমাননার বিরুদ্ধে সোচ্চার। ’
তিনি আরও জানান, ভারত ধর্মভীরুর দেশ। এদেশে এখনও ধর্মের নামে ব্যবসা চলে। দেশের বহু মানুষ দু’বেলা পেট ভরে খেতে পায় না, অনেকে গৃহহারা, বহু শিশু অপুষ্টিতে মারা যায়। তবুও ব্যাপক অর্থ ব্যয় করে ধর্মস্থান নির্মাণ করা হয়। দেশের এই মূল স্রোতের বিরুদ্ধেই এই কংগ্রেস।
তিন দিন ধরে চলা এই মহাসম্মেলনে উদ্বোধন করেন ইন্টারন্যাশানাল হিউমানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়ানের সভাপতি লেভি ফ্র্যাজেল। অংশ নিয়েছেন, তামিলনাড়– রাজ্যের উচ্চশিক্ষা সংসদের উপসভাপতি এ রামস্বামী, ভারতের যোজনা কমিশনের উপসভাপতি এম নাহনাথন ও তামিলনাড়– রাজ্যের মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে লোকসভার এমপি কানিমোঝি প্রমুখ।
উল্লেখ্য বিশ্বের মোট ২ দশমিক ৩ শতাংশ মানুষ বর্তমানে নীরিশ্বরবাদী। এর মধ্যে ভারতসহ উপমহাদেশে বহু মানুষ আছেন যারা প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন না। বেসরকারি মতে, ভারতে প্রায় দশ কোটি মানুষ নীরিশ্বরবাদী।
ভারতীয় সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১