ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোনের সফল উড্ডয়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
চীনের রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোনের সফল উড্ডয়ন

ঢাকা: সফলভাবে আকাশে মানববিহীন বিমান (ড্রোন) উড়িয়েছে চীন। বৃহস্পতিবার রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোনটি প্রথমবারের মতো উড্ডয়ন করে।



চীনা সরকার ফলাও করে নিজেদের এ সাফল্যের কথা প্রকাশ না করলেও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেংদুর আকাশে প্রায় ২০ মিনিট পরীক্ষামূলকভাবে ‘শার্প সোর্ড’ নামের ওই ড্রোন উড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জে-২০, জে-৩১ যুদ্ধবিমান তৈরিসহ রাডার ফাঁকি দিতে সক্ষম বিমান তৈরি করছে।

গত সেপ্টেম্বরে পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে একটি ড্রোন উড়ে যাওয়ার পর থেকে জাপানের সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যায়।

এ ঘটনার পর জাপান হুঁশিয়ারি দেয়, মানববিহীন বিমান চোখে পড়লে তা গুলি করে ভূপাতিত করা হবে।

এ হুমকির পর চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের কোনো বিমানকে জাপানের গুলি করে ভূপাতিত করার চেষ্টাকে ‘যুদ্ধের অংশ’ হিসেবে বিবেচনা করা হবে।

চীনের রাষ্ট্র পরিচালিতক পত্রিকা চায়না ডেইলি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, সফলভাবে উড্ডয়নের মাধ্যমে চীন আবারও পশ্চিমাদের সঙ্গে নিজের বৈষম্য কমিয়ে আনল।

আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে মানববিহীন বিমান তৈরির প্রযুক্তিতে সক্ষম দেশ হিসেবে চীন নাম লেখালো বলে জানিয়েছেন বিবিসির প্রতিরক্ষা বিষয়ক করেসপন্ডেন্ট জোনাথন মারকুস।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।