ঢাকা: ভারতের প্রভাবশালী সংবাদ সাময়িকী তেহেলকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ দায়েরের পর ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছে গোয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তেজপাল এ মাসের শুরুর দিকে তেহেলকার একটি অনুষ্ঠান চলাকালে গোয়ার একটি হোটেলের এলেভেটরে এক সহকর্মী নারী সাংবাদিককে দুইবার যৌন হয়রানি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে গোয়ার পুলিশ আর এ মামলায় তিনি খুব শিগগিরই গ্রেপ্তার হতে পারেন।
এদিকে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তেজপালকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উদ্দেশে রওয়ানা হয়েছে।
গোয়ার রাজধানী পানাজিতে পুলিশের মহাপরিচালক কিষাণ কুমার জানিয়েছেন, তেজপালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা তদন্তের প্রথম ধাপ এটি এবং আইন তার নিজস্ব কাজ চালিয়ে যাবে।
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পাড়িকর জানিয়েছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা দেখাবে না সরকার এবং এমন জঘণ্য অপরাধের বিচার করা হবে।
তরুণ তেজপালকে গ্রেপ্তারের সম্ভাবনা আছে কিনা জিজ্ঞাসা করলে মনোহর পাড়িকর জানান, জিজ্ঞাসাবাদ এবং তদন্তে তেজপাল সহযোগিতা করলে পুলিশ অন্য সিদ্ধান্তও নিতে পারে, কিন্তু এই অপকর্মের জন্য তার কঠিন শাস্তি হবে।
এদিকে তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই ছয় মাসের জন্য পদত্যাগ করেছেন তেজপাল।
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩