ঢাকা: চীনের উত্তর-পূর্বঞ্চলীয় এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।
শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের চেঙলিং থেকে ৩৪ কিলোমিটার দূরে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১২ দশমিক ৫ কিলোমিটার।
ভূমিকম্পের কারণে ওই এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে বলে ইউএসজিএস থেকে ধারণা করা হয়।
এর আগে এপ্রিলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০০ মানুষের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩
জেডএস