আগরতলা (ত্রিপুরা): উদ্বোধনের এক সপ্তাহ পরেও স্বাভাবিক হচ্ছে না আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্টটি। প্রতিদিন এই চেকপোস্টে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে।
আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট সংক্ষেপে আখাউরা আইসিপির উদ্বোধন হয় গত ১৭ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান। তাছাড়া দু’দেশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
আখাউড়া আইসিপি চলছে ভারতের কেন্দ্রীয় গুদাম নিগমের হাত ধরে। কিন্তু এই সংস্থার পরিসেবা শুরুতেই হোঁচট খাচ্ছে। সংস্থাটি অত্যন্ত উচ্চহারে পণ্য মাসুল হার নির্ধারণ করেছে বলে জানিয়েছেন এক্সপোর্ট ইমপোর্ট মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যরা।
এই সংগঠনের সম্পাদক হাবুল বিশ্বাস জানান, নতুন যে রেট চার্ট তাদের দেয়া হয়েছে তাতে পণ্য আনতে এবং পাঠাতে টাকা অনেক বেশি পরবে। অন্য সাধারণ স্থল শুল্কবন্দর যেগুলি রয়েছে তার সঙ্গে আখাউরার পার্থক্য অনেক। আখাউরা আইসিপিতে ব্যবসায়ীদের এখন অনেক বেশি টাকা মাসুল দিতে হচ্ছে। এ সবের বিরোধিতা করেছেন তারা। এ ব্যাপারে তারা শিল্প সচিবের সাথেও কথা বলেছেন বলে জানিয়েছেন হাবুল বিশ্বাস। তিনি জানান, পণ্য মাসুল যেন আগের মতোই থাকে সেই দাবি জানিয়েছে সংগঠন।
পণ্য মাসুল সংক্রান্ত সমস্যার কারণে উদ্বোধনের পর প্রথম দু তিন দিন বাণিজ্য প্রায় বন্ধই ছিল আখাউড়াতে।
এছাড়াও নতুন বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এই চেকপোস্টে। আখাউড়া আইসিপি’র একটি ওয়েব্রিজ বৃহস্পতিবার থেকে বিকল হয়ে আছে। শুক্রবার সারা দিনেও তা ঠিক হয়নি। কবে নাগাদ ঠিক করা হবে তার উত্তর দিতে পারেনি কেউ। এই ওয়েব্রিজ বিকল হয়ে থাকার জন্য আমদানি রপ্তানিকৃত পণ্য ওজন বা পরিমাপ করা যাচ্ছে না। যার ফলে গত দুদিনে ব্যবসার পরিমাণ ছিল তলানিতে।
এই চেকপোস্ট তৈরিতে খরচ হয়েছে ৭৫ কোটি ভারতীয় টাকা। আখাউড়ার এই চেকপোস্টে থাকছে সব ধরনের আধুনিক ব্যবস্থা।
ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের ১৩টি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ধরনের আধুনিক চেকপোস্ট গড়ে তোলার। এখন পর্যন্ত একটির উদ্বোধন হয়েছে। এর আগে দেশের মধ্যে মাত্র পাঞ্জাব সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হয়েছে। দ্বিতীয়টি চালু হয়েছে ত্রিপুরার আখাউড়াতে। আর এটিই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট। ২০১১ সালের ১৭ মে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এর আনুষ্ঠানিক শিলান্যাস করেছিলেন। ত্রিপুরার সাব্রুম মহকুমার রামগড় সীমান্তে আরও একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ার ব্যাপারে সন্মত হয়েছে কেন্দ্রীয় সরকার।
আখাউরার ইন্টিগ্রেটেড চেকপোস্টটি দেখলে মনে হবে কোন বিমানবন্দর। গোটা বাড়িটি শীতাতপ নিয়ন্ত্রিত। ভেতরে থাকছে বিশাল লাউঞ্জ, ইমিগ্রেশন, কারেন্সি এক্সচেঞ্জ, রেস্ট রুম, ব্যাঙ্ক কাউন্টার, নিরাপত্তা বলয়, পণ্য আমদানি রপ্তানি করার ব্যবস্থা, গাড়ি পার্কিং, মাপক ব্যবস্থাসহ আরও বেশ কিছু।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩