ঢাকা: মিশরের সরকার কায়রোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। দুই দেশের সম্পর্কেও পরিবর্তন এনেছে মিশর।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তুরস্ক অব্যাহতভাবে মিশরের অভ্যন্তরীণ বিষয়ে ‘অযাচিত হস্তক্ষেপ’ করছে।
এরই মধ্যে তুরস্ক থেকে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে মিশর।
মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিশরের সঙ্গে তুরস্কের সম্পর্কে অবণতি ঘটে।
মোহাম্মদ মুরসিকে মিশরের প্রেসিডেন্ট পদ থেকে সরানো সমালোচনা করেছে তুরস্ক।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩