ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পোলিও ক্যাম্পেইনার ১১ শিক্ষককে অপহরণ করেছেন বন্দুকধারীরা। ন্যাটোর রসদ সরবরাহ রুট বন্ধে রাজনীতিবিদদের সময় বেঁধে দেওয়ার ঘটনার মধ্যেই শনিবার এ অপহরণের ঘটনা ঘটল।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, খাইবার উপজাতীয় এলাকায় শিশুদের পোলিও খাওয়ানো কর্মসূচির সঙ্গে সম্পর্কিত ছিলেন অপহৃত শিক্ষকরা।
আফগানিস্তানের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত খাইবার ট্রাইবাল এজেন্সি থেকে শিক্ষকদের অপহরণ করা হয়। পাকিস্তানে প্রায় পোলিও ভ্যাকসিনেশন কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা অভিযোগ করে, পোলিও ক্যাম্পেইনাররা পশ্চিমাদের চর হিসেবে কাজ করে।
অপহরণকারীদের বক্তব্য, পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ হলেই তারা পোলিও কর্মসূচির সঙ্গে জড়িতদের ওপর হামলা থামানো হবে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩