ঢাকা: স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতে সুনির্দিষ্ট কিছু খাতে বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিয়েছে জিম্বাবুয়ে। ওইসব খাতে বিদেশিরা কার্যক্রম বন্ধ না করলে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চালাবে জিম্বাবুয়ে সরকার।
জিম্বাবুয়ের পার্লামেন্টে এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুব, দেশীয়করণ ও অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী জর্জ ম্যাগোসভোংয়ে।
গত মার্চের নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট রবার্ট মুগাবের প্রধান থিমগুলোর অন্যতম ছিল অর্থনীতির ‘দেশীয়করণ’ (ইনডেজেনাইজেশন)।
জিম্বাবুয়ের নতুন নিয়ম অনুযায়ী কৃষি, নরসুন্দর, কেশবিন্যাস, রূপচর্চার দোকান, বেকারি, বাবুর্চির কাজ এখন ‘আদিবাসী’ বা কৃষ্ণাঙ্গ, জিম্বাবুয়ীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
জর্জ ম্যাগোসভোংয়ে বলেছেন, নির্দেশ মানতে ব্যর্থ হলে আমরা ১ জানুয়ারি থেকে নির্দেশ মানাতে বাধ্য হবো।
জিম্বাবুয়ের পত্রিকা হেরাল্ড জানিয়েছে, এসব ব্যবসার সঙ্গে জড়িত মালিকরা ইনডেজেনাইজেশন কমপ্লিয়ান্স সার্টিফিকেট দেখাতে না পারলে তাদের জেল-জরিমানা হতে পারে। এসব ব্যবসা চালানোর জন্য শুধু স্থানীয়দেরই সনদ দেওয়া হবে।
বিদেশি মালিকানাধীন যেসব রেস্তোরাঁয় স্থানীয় খাবার পরিবেশন করা হয় না সেসব রেস্তোরাঁও নতুন নীতিমালার আওতায় পড়বে বলে জানা গেছে।
রবার্ট মুগাবে বলেছেন, ঔপনিবেশিক শাসনাধীন থাকায় জিম্বাবুয়ের অনেক সেক্টর শেতাঙ্গদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। সে কারণেই তার এ নীতির প্রয়োজন হচ্ছে।
তবে মুগাবের সমালোচকরা বলছেন, দেশের শেতাঙ্গদের অধিকাংশের সম্পদ জব্দ করার বিষয়টি ক্ষতির কারণ হবে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩