ঢাকা: জাপানের কেন্দ্রীয় তোয়ামা অঞ্চলের একটি পাহাড়ের তুষার ধসে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
শনিবার ২ হাজার ৮৬০ মিটার উচ্চতা বিশিষ্ট মাসাগো পাহাড়ে ৩০ মিটার দৈর্ঘ্যের ও ছয় শ মিটার প্রস্থের তুষার খণ্ডের ধসে চারজন পুরুষ ও তিনজন নারীর প্রাণহানির ঘটনা ঘটে।
তারা ওই সময় পাহাড় আরোহণ করছিলেন অথবা স্কি করছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাচাঁনো যায়নি।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তুষার ধসের সময় ওই পাহাড়ে বা তার কাছাকাছি আর কেউ ছিলেন কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। তাই এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩