ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩
সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো নগরে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহীদের সমর্থক বলে পরিচিত যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি অব হিউম্যান রাইটস।

বিদ্রোহী সমর্থকদের পর্যবেক্ষক কয়েকটি সংগঠন জানিয়েছে, শনিবার আলেপ্পোর উপকণ্ঠে ও শহরের কাছে কমপক্ষে ছয়টি বিমান হামলা করা হয়।

এতে ৪০ জন নিহত হন, আহত হন অনেকেই। হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ রয়েছে বলেও জানায় সংগঠনগুলো।

পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আব্দেল রহমান টেলিফোনে সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আলেপ্পোর পাশে তারিক আল-বাব শহরে বিদ্রোহীদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হলেও বিমান থেকে ছোড়া রকেটগুলো ব্যস্ত রাস্তায় গিয়ে পড়ে। এর ফলেই অনেক সাধারণ নাগরিক হতাহত হন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।