ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো নগরে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহীদের সমর্থক বলে পরিচিত যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি অব হিউম্যান রাইটস।
বিদ্রোহী সমর্থকদের পর্যবেক্ষক কয়েকটি সংগঠন জানিয়েছে, শনিবার আলেপ্পোর উপকণ্ঠে ও শহরের কাছে কমপক্ষে ছয়টি বিমান হামলা করা হয়।
পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আব্দেল রহমান টেলিফোনে সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আলেপ্পোর পাশে তারিক আল-বাব শহরে বিদ্রোহীদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হলেও বিমান থেকে ছোড়া রকেটগুলো ব্যস্ত রাস্তায় গিয়ে পড়ে। এর ফলেই অনেক সাধারণ নাগরিক হতাহত হন।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩