ঢাকা: পাকিস্তানের জনগণ যে ড্রোন হামলার বিরোধী তা এর আগেই জানা গিয়েছিল। বার বার এর বিরুদ্ধে জনগণ উচ্চবাচ্য করলেও কোনো কাজ হয়নি।
নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায় করে ফেলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খানের দলের ডাকা যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) হামলাবিরোধী বিক্ষোভে জনতার ঢল নেমেছিল।
শনিবার পেশোয়ারের ওই বিক্ষোভে খাইবার পাখতুনখওয়া প্রদেশ সরকারের পিটিআইয়ের মিত্র দলগুলোও সমর্থন জানিয়েছে। জামায়াত-ই-ইসলামী (জেআই) ও আওয়ামী জামহুরি ইত্তেহাদ (এজিআইপি) বিক্ষোভে অংশ নিয়েছে।
হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশে যখন ইমরান বক্তব্য দিচ্ছিলেন তখন শ্রোতাদের কণ্ঠে ভেসে উঠছিল ড্রোনবিরোধী নানা স্লোগান।
পাকিস্তানের সাধারণ নির্বাচনী বেশ ভালোভাবে লড়াইকারী ইমরান খান বলেন, আমরা আমেরিকার ওপর চাপ সৃষ্টি করেই যাব। ডোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তার ড্রোন কর্মসূচি বাদ দিতে চাপ সৃষ্টির জন্য আমরা আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছি। আমরা খাইবার পাখতুনখওয়া প্রদেশ থেকে ন্যাটোর জন্য কোনো কিছু সরবরাহ করতে দেবো না।
পিটিআইয়ের এক জ্যেষ্ঠ নেতা বেলন, আমরা এখানে সমবেত হয়েছি স্পষ্ট বার্তা দিতে যে ড্রোন হামলা নিয়ে পাকিস্তানের নিশ্চুপ হয়ে বসে থাকতে পারেন না।
পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে পিটিআই ও জেআইয়ের কর্মী ও সমর্থকরা পেশোয়ারের বিক্ষোভে যোগ দেন। এ বিক্ষোভে ১০ হাজারের বেশি লোক অংশ নেয় বলে জানা গেছে। ‘আমেরিকার পতন হোক’, ‘ড্রোন হামলা বন্ধ কর’-এমন স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ সমাবেশ।
বিক্ষোভ সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাদেশিক সরকার কঠোর ব্যবস্থা নেয়। আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে ৫০০ এর বেশি পুলিশ মোতায়েন ছিল বিক্ষোভ স্থল ও এর আশপাশে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩