ঢাকা: রোববার সকালে বিশ্বশক্তির ৫+১’র (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি) সঙ্গে ঐতিহাসিক সমঝোতা চুক্তিতে পৌঁছেছে ইরান। চুক্তি অনুযায়ী কিছু শর্ত মানলে আগামী ৬ মাস নতুন কোনো পরমাণু-সমর্কিত নিষেধাজ্ঞা আরোপ করা হবে না দেশটির ওপর।
এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব সম্প্রদায়ের নেতারা। সমর্থন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও।
চুক্তি অনুযায়ী নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আন্তর্জাতিক পরিদর্শকদের যাতায়াতের সর্বোচ্চ সুযোগ দেবে ইরান সরকার। এছাড়া, তেহরানের কিছু পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে সরকার।
চুক্তির বিস্তারিত বিবরণ এখন পর্যন্ত না জানানো হলেও প্রধান প্রধান দিকগুলো উপস্থাপন করেছে পাওয়ার সিক্স ও ইরান।
চুক্তির উল্লেখযোগ্য দিক
• ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ শতাংশের নিচে নিয়ে আসবে ইরান, এর মাধ্যমে কেবল পরমাণু গবেষণা চালিয়ে যেতে পারবে তারা।
• নাতানজ ও ফোরদো সহ পরমাণু কেন্দ্রগুলোতে পরিদর্শকদের যাতায়াতের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেবে ইরান সরকার।
• এসব শর্ত মানলে আগামী ৬ মাস নতুন করে পরমাণু-সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না ইরানের ওপর।
• শর্ত মানলে জব্দ হওয়া প্রায় ৭শ’ কোটি মার্কিন ডলার ফেরত পাবে ইরান।
শিথিল হচ্ছে সাড়ে তিন দশকের নিষেধাজ্ঞা
ইরান যদি প্রাথমিক চুক্তি মেনে চলে তবে সুদূরপ্রসারী চুক্তিতে পৌঁছাতে এগিয়ে আসবে পশ্চিমারা।
চুক্তি বাস্তবায়িত হলে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির ওপর আরোপিত প্রায় সাড়ে তিন দশকের নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
১৯৭৯ সালে এক গণঅভ্যুত্থানে মার্কিন সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট রেজা শাহ পাহলভীর পতনের পর দেশটির ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্র। ১৯৯৫ সালে সেই নিষেধাজ্ঞার পরিসীমা আরও বর্ধিত করা হয়।
এরপর পরমাণু কর্মসূচি স্থগিত না করায় ২০০৬ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি খসড়া প্রস্তাব পাস করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই অর্থনৈতিকভাবে সংগ্রামের মুখে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি।
তবে শেষ পর্যন্ত রোববার সকালের চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে তেল, গ্যাস ও খনিজ সমৃদ্ধ দেশটির অর্থনীতি আবারও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, অনেক দীর্ঘ অপেক্ষার পর রোববার সকালে তেহরানের পরমাণু কর্মসূচি বিষয়ে সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সমর্থ হয় পাওয়ার সিক্স ও ইরান। এই সমঝোতা চুক্তিকে পুরো বিশ্বের জন্যই শুভ সংবাদ বলে আখ্যা দিয়েছেন বিশ্ব নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩