ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেজপালকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩
তেজপালকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ

ঢাকা: সহকর্মীকে যৌন হয়রানি করার অভিযোগে ভারতের তেহেলকা সাময়িকীর সম্পাদক তরুণ তেজপালকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

রোববার দিনের শেষ দিকে তাকে জিজ্ঞাসাব‍াদ করা হবে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।



দ্য হিন্দু ও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পুলিশ সূত্র জানিয়েছে রোববার তরুণ তেজপালকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তেজপালকে গ্রেফতারের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সংবাদ মাধ্যম দুটি জানিয়েছে।

তবে তরুণ তেজপালের আইনজীবী জানিয়েছেন, তার সঙ্গে বা তার মক্কেলের সঙ্গে পুলিশ যোগাযোগ করেনি।

এদিকে তেহেলকার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রোববার প্রায় ৪ ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের বক্তব্য রেকর্ড করেন গোয়া পুলিশ।

নির্যাতনের শিকার হওয়ার পর তিন সহকর্মীকে ঘটনা সম্পর্কে অবগত করেছিলেন তেহেলকার ওই নারী সাংবাদিক।

এর আগে শনিবার তেহেলকার ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে তেহেলেকার দিল্লি কার্যালয়ে গোয়া পুলিশ যায়। সোমা চৌধুরীর কাছে ল্যাপটপ, আইপ্যাডসহ বিভিন্ন জিনিসপত্র চান। পুলিশ তেজপালের ইমেইল যোগাযোগ তল্লাশি করার চেষ্টা চালাচ্ছে।

এ মাসের শুরু দিকে গোয়ার একটি হোটেলে এক নারী সহকর্মীকে ধর্ষণ করে তেহেলেকার সম্পাদক তরুণ তেজপাল। ওই নারীর অভিযোগের ভিত্তিতে গোয়া থানায় একটি মামলা হয়েছে।

মামলার আবেদনপত্রে ওই নারী সাংবাদিক জানিয়েছেন, ঘটনা ঘটার পরেই ওই তিনি সহকর্মীকে তিনি জানিয়েছিলেন। ইমেইলের মাধ্যমে বিষয়টি ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরীকেও জানিয়েছিলেন।

১৯ নভেম্বর ওই নারী সহকর্মীর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি দিয়েছেন তেজপাল। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হাতে পেয়েছে। ওই চিঠিতে তেজপাল উল্লেখ করেছেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে গড়ে ওঠা বিশ্বাস আর সম্মানের সম্পর্কটি আমি নষ্ট করে ফেলেছি...গত ৭ ও ৮ নভেম্বর দুটি অনুষ্ঠানে তোমার অনিচ্ছা সত্ত্বেও শারীরিক সম্পর্কে জড়ানোয় ক্ষমা চাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।