ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পৌর নির্বাচনে জয় তৃণমূলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

কলকাতা: রাজ্যের পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়-জয়কার। রাজ্যের পাঁচ পৌরসভার মধ্যে চারটিই দখল করেছে তৃণমূল কংগ্রেস।

বহরমপুর পৌরসভা যথারীতি কংগ্রেসের দখলেই থাকছে।

৩০ বছর পর ঝাড়গ্রাম পৌরসভা হাতছাড়া বামপন্থিদের। ১৭টির মধ্যে ১৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। একটি ওয়ার্ডে জয়ী সিপিআই।

মেদিনীপুর পৌরসভার ২৫টির মধ্যে ১৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ৫টি ওয়ার্ডে জয়ী কংগ্রেস। সিপিএম জিতেছে ৪টি ওয়ার্ডে। একটি ওয়ার্ডে জয়ী নির্দলীয় প্রার্থী।

কৃষ্ণনগর পৌরসভা তৃণমূলের দখলে। ২৪টির মধ্যে ২২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ২ ওয়ার্ডে জয়ী নির্দলীয় প্রার্থী।

হাওড়া পৌরসভার দখল নিয়েছে তৃণমূল। এই পৌরসভাটি বামদের দখলে ছিল।

বহরমপুর নিজেদের দখলে রাখলো জাতীয় কংগ্রেস। বহরমপুর পৌরসভার ২৮টির মধ্যে ২৬টি ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।

বাংলাদেশ সময়:  ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।